
বিশ্বম্ভরপুরে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার
অভিজিৎ হাজং বিশ্বম্ভরপুর প্রতিনিধি আওয়াজ সিলেট
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে ধনপুর, সলুকাবাদ ও পলাশ ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেরিনা দেবনাথ।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আমরা চাই সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে এই উৎসব উদযাপন করুক।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।