চট্টগ্রাম-সিলেট রুটে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত, কয়েকজন যাত্রী আহত
এ রহমান, আওয়াজ সিলেট প্রতিনিধি।।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস (৭২৩ নম্বর ট্রেন) আজ ভোরে সিলেট স্টেশনে পৌঁছানোর আগমুহূর্তে মোগলাবাজার এলাকায় ভয়াবহভাবে লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে, এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
জানা যায়, সোমবার রাত প্রায় ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে ট্রেনটি ছেড়ে আসে, এবং ভোরে সিলেট পৌঁছানোর সময় ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজন ও রেলওয়ের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
তবে, প্রাথমিকভাবে কোনো মারাত্মক প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কয়েকজন যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধারের কাজ অতি দ্রুত কাজ শুরু হবে। এ ঘটনায় চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি হঠাৎ করেই ঝাঁকুনি দিয়ে থেমে যায় এবং এরপর তিনটি বগি লাইনচ্যুত হয়ে পাশে হেলে পড়ে। ঘটনাটি পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।
রিপোর্ট: আওয়াজ সিলেট
ছবি: স্থানীয় সংবাদকর্মীর তোলা