
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
লেপ-তোষকের দোকানগুলো মূলত শীতের আগে ও শীতকালে জমে ওঠে, এখানে নতুন লেপ তৈরি, পুরোনো লেপ-তোশক মেরামত ও নতুন কাপড় ও তুলা দিয়ে পুনরায় বানানোর কাজ চলে; এসব দোকানে সাধারণত ক্রেতাদের ভিড় থাকে, বিশেষ করে তীব্র শীত শুরু হলে চাহিদা বাড়ে ।
হেমন্তকাল (কার্তিক, অগ্রহায়ণ) থেকে শীতের শেষ পর্যন্ত ব্যবসা সবচেয়ে বেশি চলে, বিশেষ করে শীতের তীব্রতা বাড়লে চাপ বাড়ে।
ক্রেতাদের অনেকেই শীতের শুরুতেই পুরোনো লেপ বদলাতে বা নতুন লেপ বানাতে আসেন, কারণ তীব্র শীতের সময় দোকানে চাপ বেশি থাকে।
কখনও কখনও তুলা ও কাপড়ের মূল্যবৃদ্ধি বা শীতের প্রভাব কম থাকার কারণে বিক্রি কমে যেতে পারে, ফলে ব্যবসায়ীরা অলস সময় পার করেন।
লেপ-তোষকের দোকান একটি মৌসুমী ব্যবসা যা মূলত শীতকে কেন্দ্র করে চলে, যেখানে কারিগররা ব্যস্ত সময় পার করেন নতুন পণ্য তৈরি এবং পুরোনো পণ্য সংস্কারের কাজে, তবে বাজারের অবস্থা ও পণ্যের দামের ওপর এর লাভ-ক্ষতি নির্ভর করে।
অনেকে আছেন , তার বাবার এই দোকান, বংশ পরাম পরায়, সেই ব্যক্তি ঐ দোকান ধরে রেখেছেন। ঐ ব্যবসা এখনও করছেন । তারের এই লেপ , তোশকের দোকান করা ৬০ বছর পার হয়ে গেছে ।