ফেঞ্চুগঞ্জ সুইচিং স্টেশনে আগুন, কয়েকটি উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ
সিলেট প্রতিনিধি: আওয়াজ সিলেট
সিলেটের ফেঞ্চুগঞ্জ সুইচিং স্টেশনের কন্ট্রোল রুমে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনার খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
অগ্নিকাণ্ডের কারণে বর্তমানে ফেঞ্চুগঞ্জ উপজেলা সম্পূর্ণ, ওসমানীনগর, বালাগঞ্জ, গোলাপগঞ্জ ও রাজনগর উপজেলার আংশিক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, বিকল্পভাবে লাইন চালু করার জন্য কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।