
অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেটঃ-
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর ব্রিজের নিচে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও মাদক উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন শেখ জানান, উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ সদর মডেল থানায় নেওয়া হয়েছে।