
এ রহমান, আওয়াজ সিলেট প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ।
“মানবের তরে মানবতা বিলাবো, এটাই আমাদের অঙ্গীকার” — এই স্লোগানকে ধারণ করে প্রতি বছরের মতো এবারও অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO) ফেঞ্চুগঞ্জ সিলেট, এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে আজ শনিবার (২৫ অক্টোবর ২০২৫) তারিখে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহকারী উপপরিচালক কমল পদ পাল এবং অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO) ফেঞ্চুগঞ্জ এর সদস্যবৃন্দ।
সভায় আগামী কর্মসূচির প্রস্তুতি, রক্তদাতাদের নিবন্ধন, প্রচারণা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সবাই মানবতার সেবায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে আওয়াজ সিলেট এর স্থানীয় প্রতিনিধি কে জানানো হয়েছে, রক্তদান কর্মসূচির দিন ও স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে।