1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার রাকিব আলী মেকানিক এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে এক বছর পর বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জেলেসহ শত শত উৎসুক জনতা । বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের প্রকল্প লোপাট এলাকাবাসীর মানববন্ধন

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের প্রকল্প লোপাট এলাকাবাসীর মানববন্ধন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-রৌয়াইল সড়ক বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ীর সামনে কুশিয়ারা নদীর ভাঙ্গনের শিকার হয়েছে, এই সড়কটির ভাঙ্গন রোধের জন্য পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয় বাঁধ তৈরি করার জন্য একটি প্রকল্প দেওয়া হয়। সরকারি এই প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার অল্প কাজ করে অর্থ লোপাট করার বিরুদ্ধে নদীর ভাঙ্গন কবলিত বালিশ্রী গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করেছেন ১৭টি গ্রামের জনসাধারণ।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় কুশিয়ারা নদীর ভাঙ্গন কবলিত স্থান বালিশ্রী গ্রামে গোলজার মিয়ার বাড়ীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনে বালিশ্রী গ্রামের বসতবাড়ি সহ পাকা সড়কটি বিলীন হচ্ছে, রানীগঞ্জ-রৌয়াইল বালিশ্রী সড়কটি নদী ভাঙ্গনের শিকার হওয়ায় এলাকার স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থী সহ এলাকার ১৭টি গ্রামের জনসাধারণ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ীর সামনে প্রায় দুইশত ফুট সড়ক একেবারেই কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়েছে। উক্ত ভাঙ্গন কবলিত স্থানে ২৩ সালে বিগত আ,লীগ সরকারের সময় ভাঙ্গন রোধের জন্য ৫৪ লক্ষ টাকার সরকারি প্রকল্প বরাদ্দ হয়, তবে প্রকল্পের নামমাত্র কাজ করে বেশির ভাগ অর্থ সংশ্লিষ্টরা লুটপাট করা হয়েছিল।
বালিশ্রী গ্রামের আলতাউর রাহমান বলেন, আমাদের ১৭টি গ্রামের চলাচলের একমাত্র পাকা সড়কটি কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে, সরকার সড়কটি ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ প্রকল্প বরাদ্দ দেন, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার অর্ধেক স্থানে জিও ব্যাগ ফেলে দিয়ে কাজ বন্ধ করে চলে যায়। আলমপুর গ্রামের আব্দুল মুক্তাদির খালেদ বলেন, সরকারি প্রকল্প এভাবে লোপাট করা নজিরবিহীন, যাঁরা সড়কের ভাঙ্গন প্রকল্প লোপাট করছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হউক।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন বলেন, আমাদের এলাকার গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে বালিশ্রী সড়ক, এই সড়কটির ভাঙ্গন রোধের জন্য জিও ব্যাগ প্রকল্প দেওয়া হয়েছে কিন্তু কাজের কাজ হয়নি, যে কোনো সময় যোগাযোগ বন্ধ হয়ে যাবে, এজন্য স্থায়ী ব্লক প্রকল্প দিয়ে সড়কটি রক্ষা করা প্রয়োজন। বালিশ্রী গ্রামের আলখাছ মিয়া বলেন, বালিশ্রী গ্রামের গোলজার মিয়ার বাড়ীর সামনে সড়কটিকে কুশিয়ারা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, লোকদেখানো কাজ করে ঠিকাদার উদাও, সড়কের প্রকল্প এভাবে বার বার লুটপাট করা হচ্ছে। অনুষ্ঠিত মানববন্ধনে ১৭টি গ্রামের স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে এলাকাবাসী সড়কটি রক্ষা করার জন্য সরকারের কাছে দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব