এ রহমান, আওয়াজ সিলেট প্রতিনিধি।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চারদিকে উৎসবমুখর পরিবেশ তৈরি হতে শুরু করেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পূজামণ্ডপে ভেসে আসছে পবিত্র চণ্ডীপাঠের ধ্বনি। সেই ধ্বনিই যেন জানিয়ে দিচ্ছে, মা দুর্গা আসছেন ভক্তের ঘরে, আসছেন আনন্দে-উৎসবে ভরিয়ে দিতে বাঙালির হৃদয়।
প্রতি বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতিতে ব্যস্ত। শহর থেকে গ্রাম, সর্বত্র চলছে পূজামণ্ডপ সাজানোর তোড়জোড়। দেবীর আগমনী বার্তায় ভক্তরা ভরে উঠছেন নতুন আনন্দ আর শ্রদ্ধার অনুভূতিতে।
আয়োজক কমিটি জানিয়েছে, এ বছর নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পাশাপাশি প্রতিটি মণ্ডপেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং দেবীর উদ্দেশ্যে বিশেষ পূজা অর্চনা।
দেবী দুর্গার এই আগমনী বার্তাই এখন ভক্তদের মাঝে ছড়িয়ে দিচ্ছে এক অনাবিল আনন্দ, আর বাঙালির হৃদয়ে ধ্বনিত হচ্ছে—
“এসো মা, এসো আনন্দময়ী।”