1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু রাণীশংকৈলে কাতিহার হাটে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার

বিশ্বনাথে টাকা নিলেন বিএনপি নেতা, দারোগার বিরুদ্ধে অভিযোগ!

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে একটি সাধারণ ডায়েরী (জিডি’র) প্রতিবেদনের জন্য বাদিনীর কাছ থেকে টাকা নিলেন বিএনপি নেতা। আর তদন্তকারী  কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলেন বাদীনি। এনিয়ে সর্বত্র তুলপাড় সৃষ্টি হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর বিশ্বনাথ থানার এসআই অণিক বড়ুয়ার বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে ওই লিখিত দেন খাজাঞ্চি ইউনিয়নের গনাইঘর গ্রামের সুন্দর আলীর স্ত্রী শিবলী বেগম (২৫)।

তবে শিবলী বেগমের বক্তব্য আর পুলিশ সুপারের কাছে দেয়া লিখিত অভিযোগের কোনো মিল পাওয়া যায়নি।

শিবলী বেগম লিখিত অভিযোগে এসআই অণিক বড়ুয়াকে অভিযুক্ত করলেও তিনি নিজ মুখে বললেন টাকা দিয়েছেন একই ইউনিয়নের হামদরচক গ্রামের বাসিন্দা বিএনপি নেতা আফতাব মিয়ার কাছে। প্রায় একমাস পূর্বে এসআই অণিক বড়ুয়াকে দেয়ার কথা বলে শিবলী বেগমের নিজ বসত ঘর থেকে বিএনপি নেতা আফতাব মিয়া ওই ৩০ হাজার টাকা নিয়েছেন বলে এই প্রতিবেদকের কাছে জানান তিনি।

শিবলী বেগমের বক্তব্য অনুযায়ী প্রতারণার শিকার হয়েছেন এসআই অণিক বড়ুয়া।

জানতে চাইলে আফতাব মিয়ার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে এসআই অণিক বড়ুয়া তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আফতাব মিয়াকে সাথে নিয়ে থানায় বাদীনি একটি জিডি করেছেন। গত ১৬ সেপ্টম্বর আদালতে এই জিডির (প্রসিকিউশনের) প্রতিবেদন দিয়েছেন। আর পরদিন ১৭ সেপ্টেম্বর বাদীনি আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব