সিলেটের বিশ্বনাথে একটি সাধারণ ডায়েরী (জিডি’র) প্রতিবেদনের জন্য বাদিনীর কাছ থেকে টাকা নিলেন বিএনপি নেতা। আর তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিলেন বাদীনি। এনিয়ে সর্বত্র তুলপাড় সৃষ্টি হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর বিশ্বনাথ থানার এসআই অণিক বড়ুয়ার বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ এনে পুলিশ সুপারের কাছে ওই লিখিত দেন খাজাঞ্চি ইউনিয়নের গনাইঘর গ্রামের সুন্দর আলীর স্ত্রী শিবলী বেগম (২৫)।
তবে শিবলী বেগমের বক্তব্য আর পুলিশ সুপারের কাছে দেয়া লিখিত অভিযোগের কোনো মিল পাওয়া যায়নি।
শিবলী বেগম লিখিত অভিযোগে এসআই অণিক বড়ুয়াকে অভিযুক্ত করলেও তিনি নিজ মুখে বললেন টাকা দিয়েছেন একই ইউনিয়নের হামদরচক গ্রামের বাসিন্দা বিএনপি নেতা আফতাব মিয়ার কাছে। প্রায় একমাস পূর্বে এসআই অণিক বড়ুয়াকে দেয়ার কথা বলে শিবলী বেগমের নিজ বসত ঘর থেকে বিএনপি নেতা আফতাব মিয়া ওই ৩০ হাজার টাকা নিয়েছেন বলে এই প্রতিবেদকের কাছে জানান তিনি।
শিবলী বেগমের বক্তব্য অনুযায়ী প্রতারণার শিকার হয়েছেন এসআই অণিক বড়ুয়া।
জানতে চাইলে আফতাব মিয়ার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে এসআই অণিক বড়ুয়া তার বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আফতাব মিয়াকে সাথে নিয়ে থানায় বাদীনি একটি জিডি করেছেন। গত ১৬ সেপ্টম্বর আদালতে এই জিডির (প্রসিকিউশনের) প্রতিবেদন দিয়েছেন। আর পরদিন ১৭ সেপ্টেম্বর বাদীনি আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।