মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক একটি কর্মশালা বৃহস্পতিবার (২৮ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে জগন্নাথপুর প্রেসক্লাবে হলরুমে কর্মশালাটি পরিচালিত হয়। জগন্নাথপুর উপজেলা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোবিন্দ দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জ জেলা এমআরএসসি সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মোঃ অনিক শেখ ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন , প্রকল্পের জগন্নাথপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী , এবং উপজেলা প্রবাসবন্ধু ফোরামের সম্মানিত সদস্য ফজর আলী, পাটলী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমিরুন নেছা। সাংগঠনিক সম্পাদক তপন সেন, শিক্ষক অশোক দাশ, মমতা রানী দাস, আখি রানী ধর, একা রানী গোপ, হাজেরা বেগম।
এছাড়াও, সহ স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকল্পটির সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ নামক এই প্রকল্পটি বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একত্রিত করার লক্ষ্যে কাজ করছে।