1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির শপথ গ্রহণ ও আলোচনা সভা সম্পন্ন মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবীতে সংবাদ সম্মেলন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ এসএমপি ডিবির অভিযানে শিবগঞ্জে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দুইজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে আবারও মাটি খুঁড়লে মিলছে সোনা, উৎসুক জনতার ভিড়। পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের হুঁশিয়ারি

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)

ঢাকায় সহকারী প্রকৌশলী পদে নিয়োগে মেধাভিত্তিক দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ডিপ্লোমা কোটার কবর দে’, ‘ওয়ান টু থ্রি ফোর, ডিপ্লোমা কোটা নো মোর’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

তিন দফা দাবি ও প্রতিবাদ

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও স্বৈরাচারের বিচার হয়নি। অথচ সেই ছাত্রদের উপরই আজ আবার রক্তপাত ঘটানো হলো। ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

তারা আরও বলেন, “একদিকে আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে, অন্যদিকে আবার ডিপ্লোমা কোটা রক্ষার দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করা হচ্ছে। তাহলে চব্বিশের গণঅভ্যুত্থান কেন হয়েছিল? এই প্রশ্নের জবাব রাষ্ট্রকে দিতে হবে।”

তিন দফা দাবিগুলো হলো:

1. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে।

2. উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি গ্র্যাজুয়েটদেরও আবেদন করার সুযোগ থাকতে হবে।

3. প্রকৌশলী পদবি ব্যবহারের জন্য বাধ্যতামূলকভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং তা নিশ্চিত করতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি

শিক্ষার্থীরা বলেন, “এই তিন দফা দাবি যদি মেনে না নেওয়া হয় এবং পুলিশের হামলার বিচার না হয়, তাহলে পরবর্তী আন্দোলন হবে আরও ভয়াবহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই—দাবি মেনে নিন, নইলে পরিস্থিতির দায়ভার আপনাদেরই নিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব