1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
“আনার আহমেদ: বরমচালের ফুটবলের অমর কিংবদন্তি, যিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা” রৌমারীতে ভয়ংকর মামলাবাজ প্রভাষক আবুল হাশেমের আতঙ্কে এলাকবাসী ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে ৪জন বাংলাদেশি নাগরিক আটক। ঠাকুরগাঁওয়ে একজনের কদমগাছে আত্মহত্যা। ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের এমপি ফের কারাগারে প্রেরণ শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক। হরিপুরে লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট এক মাদ্রাসা শিক্ষকে মৃত্যু। শার্শা সিমান্তে ১টি দেশী পিস্তল ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিন্ন আয়োজনে ১মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : বিভাগীয় কমিশনার

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের মেধাশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। তবেই আমরা উন্নত বিশ্বের সাথে পাল্লা দিতে পারবো। তিনি বলেন, কোন সরকার জনগণের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে পারে না, বিগত সরকারও পারেনি। তারা আমাদের মেধাবী শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলো। তাদের পতন হয়েছে। জুলাইয়ের প্রেরণাকে কাজে লাগিয়ে নতুন ভাবে দেশ গড়ার কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজে তারুণ্য উৎসবের অংশ হিসেবে ‘পিঠাপুলি উৎসব-২০২৫’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি জুলাই বিপ্লবে শহিদ ও আহত শিক্ষার্থীদের স্মৃতিচারণ করে তাদের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি দক্ষিণ সুরমা সরকারি কলেজের সার্বিক উন্নয়নের জন্য সকল প্রকার সহযোগিতা ও কলেজের সমস্যা সমাধানে সব রকমের প্রদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

কলেজের অধ্যক্ষ ইফতেখার আলমের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্ত্তী এবং বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহানের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও পিঠাপুলি উৎসব ২০২৫ এর আহবায়ক মো. জয়নুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলীম উল্লাহ খান।

অনুষ্টানে কলেজ শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মতিউর রহমান, ছালমা ইয়াছমিন, রওনক জাহান বেগম, মতিলাল দাশ, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা, নাফিস সাকিনা, সুপ্তা রানী চৌধুরী, মো: ময়নুল হক, শাহেদ আহমদ, আমিনুর রহমান, আব্দুল বাতেন, ফাতেমা খানম, আলতাফ হোসেন, মো: শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ্বজিৎ দাম, মাহবুবা বেগম, মো: আতাউর রহমান ভুঞা, মাহমুদা আক্তার, দীপক চন্দ, নুরজাহান খাতুন, আব্দুন নুর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুরুজ্জামান কোরেশী, সুমন রায়, মুহিবুর রহমান, সামিয়া তাহসিন আলম, সৈয়দা মোমেনা বেগম লিমু, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, শরীরচর্চা শিক্ষক আব্দুছ ছাত্তার, সহকারী লাইব্রেরিয়ান বিপ্লব কুমার দাস প্রমুখ।

পিঠাপুলি উৎসবে সর্বমোট ১৪টি স্টল দেয়া হয়। তন্মধ্যে অনার্স বিভাগের ০৯টি, ডিগ্রি পাস থেকে ০১টি, উচ্চ মাধ্যমিক থেকে ০২টি এবং রক্তদান কর্মসূচি থেকে ০১টি ও প্রকাশনা থেকে ০১টি স্টল দেয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব