
ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টু:-
বাংলাদেশের উত্তরাঞ্চলের নদীকেন্দ্রিক সংকট সমাধানে বিএনপি ভবিষ্যতে সক্রিয় ভূমিকা নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে অতীত সরকারগুলো কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল জানান, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শুধু তিস্তা নয়, পদ্মাসহ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সব অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা শুরু করা হবে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করেই পানির ন্যায্য অংশ আদায়ের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রা, কৃষি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সরাসরি নদীর পানির ওপর নির্ভরশীল। এ কারণে পানিবণ্টনের বিষয়টি বিএনপির কাছে একটি অগ্রাধিকারপ্রাপ্ত জাতীয় বিষয় হিসেবে বিবেচিত হবে।