
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে কাতিহার হাটে শ্রী শ্রী শ্যামরাই মন্দিরে শুভ রাসযাত্রা উৎসব অনুষ্ঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি:
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের কাতিহার হাট মার্কেটে শ্রী শ্রী শ্যামরাই মন্দিরে ধর্মীয় উৎসব ও আনন্দমুখর পরিবেশে শুভ রাসযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ), এবং সিনিয়র নেতৃবৃন্দ পান্না বিশ্বাস, মানিক মাস্টার, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাহেদুল, সাদেকুল ইসলাম স্বপন ও ছাত্রনেতা জিম হক প্রমুখ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী ও স্থানীয় জনগণ উপস্থিত হয়ে ধর্মীয় ভক্তি ও আনন্দের মধ্য দিয়ে রাসযাত্রা উৎসব পালন করেন।
প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ তাঁর বক্তব্যে বলেন,
“ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে মিলেমিশে সমাজে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।