1. info@www.awazsylhet.com : - :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার মানবতার এক অনন্য বাতিঘর- মাওলানা শায়খ ফয়েজ আহমদ ওসমানীনগরে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যক্রম উদ্বোধন প্রয়াত জাতীয় নেতা জগন্নাথপুরের কৃতি সন্তান আব্দুস সামাদ আজাদ এর জন্ম দিন আজ রাজশাহীতে গ্রেফতার ৩৪ জন আলু বিক্রি করে হিমাগারের ভাড়াই উঠছে না কৃষকের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খালে বেনাপোল স্হল বন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আমদানি করা একটি মাছের চালান আটক। গোদাগাড়ীতে মিথ্যা সংবাদ প্রচার করে অর্থ আদায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করল জমির আহমদ বহুমূখী উচ্চ বিদ্যালয়

ওসমানীনগরে বিপ্লব ও সংহতি দিবসে ৫০০ মানুষের বিনামূল্যে রক্ত পরীক্ষা

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

ওসমানীনগরে বিপ্লব ও সংহতি দিবসে ৫০০ মানুষের বিনামূল্যে রক্ত পরীক্ষা

ওসমানীনগর প্রতিনিধি::

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে পাঁচ শতাধিক মানুষের বিনামূল্যে রক্ত পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার রাউৎখাই হিফজুল কোরআন ইসলামিয়া দাখিল মাদরাসা হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে নর্থইস্ট মেডিকেল কলেজ ছাত্রদল ও উছমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদল।
কর্মসূচির প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি খালিছ মিয়া এবং যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহদ ও ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তানিম আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—সিলেট মহানগর কৃষকদলের সহ-অর্থসম্পাদক আব্দুল আজিজ,জেলা স্বেচ্ছাসেবকদল নেতা রুহুল মিয়া,
উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম মেম্বার, আকিক চৌধুরী, উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন,বিএনপি নেতা লাল মিয়া, মাখন মিয়া, ইউছুফ আলী, খালিক মিয়া, জিয়াউল হক মেম্বার, জালাল আহমদ,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নেফুর মিয়া,উপজেলা সাবেক ছাত্রদল নেতা ও সমাজকর্মী আবুল মিয়া,উছমানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল বশর, সাধারণ সম্পাদক জাহেদ খান আলিফ,সহ ছাত্রনেতা ফয়েজ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরীর কৃতিসন্তান ও ড্যাব কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরীর তত্ত্বাবধানে এবং ড্যাব সিলেট জেলা শাখার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনা প্রমাণ করেছিল—“স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।” দিবসটিকে স্মরণীয় করে রাখতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব