1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজশাহীতে পুরোহিতকে মারধর জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি অনুষ্ঠিত ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদির ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান বেনাপোলের লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত।

আবাসিক হোটেল মালিকদের সাথে এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

আবাসিক হোটেল মালিকদের সাথে এসএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

“জিনিয়া অ্যাপস” ব্যবহারে উৎসাহ প্রদান।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে আবাসিক হোটেল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পুলিশ লাইন্স হলরুমে নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় হোটেল মালিকরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার উত্থাপিত বিষয়গুলোর সমাধানে আশ্বাস প্রদান করেন এবং নিরাপদ ও আধুনিক নগর গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

পুলিশ কমিশনার বলেন, শহরে আগত পর্যটক ও বোর্ডারদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক মোবাইল অ্যাপস ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে। এ অ্যাপসের মাধ্যমে বোর্ডাররা আগেই রেজিস্ট্রেশন করে হোটেল বুকিং করতে পারবেন, যা হয়রানি কমানোর পাশাপাশি নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনবে।

তিনি আরও বলেন, সিলেটে আগত পর্যটকরা অনেক সময় গাড়ি ভাড়া, চুরি ও ছিনতাইয়ের মতো সমস্যার মুখোমুখি হন। হোটেল মালিকরা যদি তাদের সহযোগিতা করেন, তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং হোটেল ব্যবসাও সমৃদ্ধ হবে।

সভায় “জিনিয়া অ্যাপস”-এর গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার জানান, নগরবাসী যেকোনো বিপদের সময় এ অ্যাপসের মাধ্যমে এক ক্লিকেই পুলিশের সাহায্য চাইতে পারবেন।

হোটেল মালিকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন—

•প্রতিটি হোটেলের রিসেপশন ও গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

•বোর্ডারদের এনআইডি বা জন্মনিবন্ধন যাচাই করে রুম বরাদ্দ দিতে হবে। পরিচয়পত্র না থাকলে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে।

•অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন ও এর মেয়াদ নিয়মিত পরীক্ষা করতে হবে।

•অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে হোটেলগুলোকে কঠোরভাবে আইন মেনে পরিচালনা করতে হবে।

তিনি সতর্ক করে বলেন, সামান্য লাভের আশায় অপরাধীদের আশ্রয় দিলে শহরের সুনাম ক্ষুণ্ন হবে। আইন মেনে হোটেল পরিচালনা করলে যেমন পরিবেশ সুন্দর থাকবে, তেমনি ব্যবসাও লাভবান হবে।

সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ আবাসিক হোটেল মালিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব