জগন্নাথপুরে যোগদান করলেন নবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ মহসিন উদ্দিন
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিদি
সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো: মহসিন উদ্দিন।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) তিনি সহকারী কমিশনার ভূমির শুন্য পদে জগন্নাথপুরে যোগদান করেন।
বিগত কিছুদিন পুর্বে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) “রিয়াদ বিন ইব্রাহীম ভূঁইয়া সা-ধ” বদলী হয়ে ঢাকা জেলা প্রশাসক কার্যলয়ে চলে গেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ পদটি শুন্য হয়ে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন । বিগত ২১ আগস্ট নতুন এসিল্যান্ড পদে মোঃ মহসিন উদ্দিন যোগদান করায় তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
জানা যায়, ৪০তম বিসিএস কর্মকর্তা মহসিন উদ্দিন সিলেট বিভাগীয় কমিশনার এর কার্যলয় থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ে যোগদান করেন।