1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ। বিএনপি ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ রাজবাড়ীতে কবর থেকে লাশ তুলে পোড়াল তৌহিদি জনতা মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুরে সৈয়দ তালহা আলম এর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে গুণীজন সংবর্ধনায়: বাংলাদেশ ডুবে যাচ্ছে নৈতিক শিক্ষার অভাবে নামাজের সময়সূচি: ০৫ সেপ্টেম্বর, ২০২৫

মৌলভীবাজারে ২৯ জনকে পুশইন করল বিএসএফ

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের দুই উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার সকালে জুড়ী ও কমলগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে নারী ও শিশু ছিলেন। তার মধ্যে জুড়ী উপজেলা দিয়ে ১০ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ১৯ জন ছিলেন।

এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশইনের ঘটনায় ৩২৬ জন বিজিবির হাতে আটক হয়েছেন। তার মধ্যে বড়লেখা উপজেলা দিয়ে ২৪০ জন, জুড়ী উপজেলা দিয়ে ১০ জন, কুলাউড়া উপজেলা দিয়ে ২১ জন ও কমলগঞ্জ উপজেলা দিয়ে ৫৫ জন। এছাড়াও আরও কয়েক শতাধিক লোক সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলেও বিজিবি বা স্থানীয় প্রশাসন তাদের আটক করতে পারেনি।

জুড়ী উপজেলার রাজকি বিওপি ক্যাম্পের বিজিবির কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে ওই ১০ জনকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এরপর ওই ব্যক্তিদের আটক করে ক্যাম্পে আনা হয়। আটক ১০ জনের মধ্যে ৪ শিশু, ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। তারা বৃষ্টিতে ভিজে জবুথুবু অবস্থায় ছিলেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাদের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ ভোরের দিকে তাদের ঠেলে এপারে পাঠিয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।

আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে আবুল হাশেম আরও বলেন, আটক ব্যক্তিরা জীবিকার সন্ধানে বেশ আগে ভারতে চলে যান। সেখানে হরিয়ানা রাজ্যে তারা দিনমজুরের কাজ করতেন। ৯ মে সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এ সময় তাদের মোবাইল ফোন ও পরিচয়পত্র জব্দ করা হয়। আটক ব্যক্তিরা ক্ষুধার্ত ছিলেন। ক্যাম্পে আনার পর তাদের খাবার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের ভারত থেকে ঠেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার উপজেলার সীমান্তবর্তী এলাকা বাগীছড়া থেকে ৫ জন ও চাম্পাছড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া জানান, কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহল দল আটক করে। প্রথম পাঁচজনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। তারা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। অন্যদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের সবাইকে কমলগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব