
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন হাওর রক্ষা বাধেঁর ভাঙ্গন বন্ধকরণ ও মেরামত করার নিমিত্তে পিআইসি কমিটির উপজেলা পর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক স্কিমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পিআইসি কমিটির সভাপতি উপজেলার নির্বাহী অফিসার বরকত উল্লাহের সভাপতিত্বে ও সেক্রেটারী উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শেখ ফরিদ উদ্দিনের পরিচালনায় চলমান ও প্রস্তাবিত স্কিমসমূহের বাস্তবায়ন অগ্রগতি, কাজের মান, সময়ানুবর্তিতা এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মহসীন উদ্দীন, এলজিইডি উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন সহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।