
ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগর উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখলকে কেন্দ্র করে জাল দলিল সৃষ্টি, প্রতারণামূলক নামজারি এবং একের পর এক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী নারী ছুরেতুন বিবি। একই সঙ্গে তিনি নিজেকে ও তার সঙ্গে দেশে আসা এক বিদেশি নাগরিককে হত্যার হুমকি এবং পাসপোর্ট ছিনতাইয়ের অপচেষ্টার অভিযোগ তুলেছেন।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছুরেতুন বিবি বলেন, তার পিতা মৃত সৈয়দ সোনাহর আলীর মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল পরিমাণ পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে তার বোন ছুরেফুল বিবি এককভাবে ভোগ-দখল করে আসছেন। সকল বৈধ উত্তরাধিকারী জীবিত থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে একক নামজারি করে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি জানান, ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মান্দারুকা মৌজায় অবস্থিত জমিটি ১৯৯৩ সালে তার পিতা ক্রয় করেন। পিতার মৃত্যুর পর ইউনিয়ন পরিষদ থেকে আইনগতভাবে উত্তরাধিকারী সনদ প্রদান করা হলেও তা উপেক্ষা করে এককভাবে নামজারি সম্পন্ন করা হয়। পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে এলে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত শেষে ওই নামজারি বাতিল করেন।
ছুরেতুন বিবির অভিযোগ, নামজারি বাতিল হওয়ার পর থেকেই তাকে ও তার ভাই সৈয়দ হায়দর আলীর বিরুদ্ধে হয়রানিমূলক ও সাজানো মামলা দায়ের করা হচ্ছে। এমনকি তিনি দেশে না থাকাকালে আদালতের সমন গোপন রেখে আদালত অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করানো হয়। পরবর্তীতে শুনানি শেষে আদালত তাকে জামিন প্রদান করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছুরেফুল বিবি ও তার পরিবারের সদস্যরা এলাকার প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ করে মামলা বাণিজ্য, অবৈধ দখল এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা দায়ের হলেও অধিকাংশ অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়েছে বলে দাবি করেন তিনি।
ছুরেতুন বিবি বলেন, “আমরা প্রবাসে থাকায় আমাদের সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার ছবি ব্যবহার করে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে। এমনকি আমাকে গুম কিংবা হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।” তিনি জানান, তার সঙ্গে দেশে আসা এক বিদেশি নাগরিকও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং মিথ্যা মামলা ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।