1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মহান বিজয় দিবসে ফেঞ্চুগঞ্জে অঙ্গীকার সমাজসেবা অর্গানাইজেশন (OSO)-এর ১২তমস্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্পন্ন বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুইজন নিহত, আহত আরও দুইজন জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে চেকপোষ্ট ইমিগ্রেশনে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় মহিলা নাগরিক আটক। যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজশাহীতে পুরোহিতকে মারধর

ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

অভিজিৎ হাজং প্রতিনিধি আওয়াজ সিলেট :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে একটি বেসরকারি টেলিকম সেন্টারে ভূমি অফিসের সরকারি গোপনীয় নথিপত্র আইডি হ্যাক করে সরকারি গোপনীয় সব কাজ অবৈধভাবে করে দিয়ে পাবলিকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার। সরজমিনে অভিযান চালিয়ে বিভিন্ন তথ্য পাওয়ার অভিযোগে আফজাল কম্পিউটার ও টেলিকম সেন্টারকে সিলগালা করেছেন ভ্রাম্যমান আদালত।

এসময় ওই টেলিকম সেন্টার থেকে বিভিন্ন মৌজার ভলিউম ও কম্পিউটারের পিসিসহ বিভিন্ন সরকারি কাগজ পত্র জব্দ করে নিয়ে যান উপজেলা নির্বাহী অফিসার।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ বাজারে অবস্থিত উপজেলা সাবরেজিস্টার অফিস সংলগ্ন তালুকদার মার্কেটে সেলবরষ ইউনিয়নের ওয়ার্ড যুবলীগ নেতা আকবর হোসেনের মালিকানাধীন আফজাল কম্পিউটার ও টেলিকম সেন্টারে উপজেলা নির্বাহী মেজিস্ট্র্যাট ও ইউএনও জনি রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শহর উদ্দিনের ছেলে ও ওয়ার্ড যুবলীগ নেতা আকবর হোসেন (৪২) গত প্রায় ১০ বছর যাবত উপজেলার বাদশাগঞ্জ বাজারের সাবরেজিস্টার অফিস সংলগ্ন তালুকদার মার্কেটের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে তিনি আফজাল কম্পিউটার ও টেলিকম সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করে আসছিলেন। তিনি ওই টেলিকম ব্যবসার পাশাপাশি গোপনে উপজেলা ভূমি অফিসের সরকারি বিভিন্ন গোপনীয় কাগজ পত্র সাধারন মানুষের কাছে বিক্রি করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় আকবর হোসেনের মালিকানাধীন ঐ টেলিকম সেন্টারে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান এবং সঙ্গে -সঙ্গে ওই ব্যবসা প্রতিষ্টানটি সিলগালা করে দেন। পাশাপাশি ওই ব্যবসা প্রতিষ্টান থেকে একটি কম্পিউটারের পিসিসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজ পত্র জব্দ করে নিয়ে যান।

আফজাল কম্পিউটার এর মালিক মোঃ আকবর হোসেন বলেন, আমি জানিনা কি ভাবে এসব হলো, আমাকে ফাসানোর জন্য গোপনে একটি মহল এসব করেছে। এখন আমার অশিকার করার সুযোগ নেই, এটা আমার ছোট ভাইয়ের দোকান।

এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেজিস্ট্র্যাট ( ইউএনও) জনি রায় বলেন, ওই টেলিকম সেন্টার থেকে উপজেলার বিভিন্ন মৌজার ভলিউমসহ কম্পিউটারের পিসি জব্দ করার পাশাপাশি ও প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব