আবুল হাসনাত শিহাবঃ
মনিরামপুর (যশোর): আসন্ন নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা রশিদ বিন ওয়াক্কাস কাশিমনগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, স্থানীয়দের খোঁজখবর নেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগের সময় স্থানীয় প্রবীণ, যুবক ও আলেম সমাজের অনেকে রশিদ বিন ওয়াক্কাস-কে স্বাগত জানান এবং তাঁর পিতার আদর্শ, মুফতি ওয়াক্কাস রহ. এর কাজের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রশিদ বিন ওয়াক্কাস হাফিঃ বলেন, “আমার উদ্দেশ্য রাজনীতি নয়, সেবা। জনসেবার মাধ্যমে মানুষের আস্থা ও দোয়া অর্জন করাই আমার লক্ষ্য।”
এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় জমিয়ত নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও তরুণ সমর্থকরা। পুরো কাশিমনগর এলাকায় তাঁর সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় এক তরুণ জানান, “আমরা রশিদ সাহেবের মধ্যে তাঁর বাবার আদর্শের ছায়া দেখতে পাই। তিনি নম্র, সহজ-সরল, এবং মানুষের সমস্যার পাশে থাকেন।
বিশ্লেষকরা বলছেন, কাশিমনগর ইউনিয়নে এই গণসংযোগ রশিদ বিন ওয়াক্কাস এর রাজনৈতিক শক্তি ও জনআস্থা আরও সুদৃঢ় করেছে।