হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সাতার প্রশিক্ষণে এসে আয়মান (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে অবস্থিত পুকুরে সাতার প্রশিক্ষণের সময় পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে।
প্রশিক্ষকরা জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাতাঁর প্রশিক্ষণ চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রশিক্ষণ দেয়া হয়। আজও প্রশিক্ষণ চলছিল।
আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষক তার সাথে শিশু আয়মান এসেছিল । প্রশিক্ষন নেয়ার পর আয়মানকে পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে পানিতে নিঁখোজ হয়।
তাকে খুজে না পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। প্রশিক্ষন নিয়ে পানি থেকে উঠানো হয় তাকে।
পরে চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দূর্ঘটনা ঘটে। তার পরেও কারো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
একই সাথে সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার অনুরোধ করেছেন তিনি।