ওসমানীনগর প্রতিনিধি::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে “ব্লাড ক্যাম্পেইন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদানের উপকারিতা তুলে ধরা এবং ভবিষ্যতে রক্তদানে উৎসাহিত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি জাকির হোসাইন ও সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন—
সৈয়দ জুবায়ের আহমদ, সুমন আহমদ, উপজেলা সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রাফি, সৈয়দ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক শামছুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুস ছামাদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিদ মিয়া, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তায়েছ আহমদ, সদস্য জুনায়েল আহমদ, সেজু আহমদ ও সাহেল আহমদ প্রমুখ।
আয়োজকরা জানান, সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের ব্লাড ক্যাম্পেইন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।