1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু রাণীশংকৈলে কাতিহার হাটে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার

সিলেটে সিএনজি ভাড়া নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

উৎসবের আলো
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার যানবাহনের ভাড়া নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ কমিশনার আশ্বাস দিয়ে বলেন, “শ্রমিক, মালিক ও সাধারণ জনগণের স্বার্থ রক্ষা করা আমাদের দায়িত্ব। যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়।”

তিনি উল্লেখ করেন, কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করে ভাড়া নেওয়া এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম দূর করে একটি ন্যায্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই এই সভার আয়োজন করা হয়েছে। কমিশনার আরও বলেন, “আমরা প্রতিটি রুটের জন্য একটি ন্যায্য ভাড়ার তালিকা নির্ধারণ করতে চাই। এতে জনগণ জানতে পারবে কোন রুটে কত ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায়ও বন্ধ হবে।”

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি রুটের ভাড়া তালিকা তৈরি করে তা ১৫ দিনের মধ্যে পর্যালোচনা শেষে মালিক, শ্রমিক ও যাত্রীদের সুবিধা অনুযায়ী চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট জনাব মোঃ পারভেজ, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-২০৯৭) এর সভাপতি জনাব আব্দুল ভাসানী, কার্যকরী সভাপতি জনাব দেলোয়ার হোসেন, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সি ও ট্যাক্সিকার মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা (রেজি নং-চট্ট/৭০৭) এর সাধারণ সম্পাদক জনাব আজাদ মিয়া, সভাপতি (মাজার গেইট) জনাব রাহিমুল, যুগ্ম সম্পাদক (মাজার গেইট) সিলেট, সিলেট জেলা সিএনজি অটোরিকশা, অটোটেম্পু, ট্যাক্সির সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন, হুমায়ুন রশীদ চত্বর উপ-পরিষদের সম্পাদক জনাব মোঃ মিলন আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব