মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুরে চাদাঁবাজি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন জগনাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ,দৈনিক বাংলাদেশ মিডিয়ার জগন্নাথপুর প্রতিনিধি,DB TV চেয়ারম্যান ও অনলাইন পোর্টাল দৈনিক দেশ বিদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আব্দুল ওয়াহিদ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তেহসিন ইফতেখার দীর্ঘ শুনানি শেষে চাঁদাবাজি মামলা থেকে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে বেকসুর খালাস প্রদান করেন।
জানা যায়, জগন্নাথপুর পৌর এলাকার করিমপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ আব্দুল নেহার বাদি হয়ে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে আসামী করে চাঁদাবাজির মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও শুনানি পর্যালোচনা করে বুধবার (২৪ সেপ্টেম্বর) সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক তেহসিন ইফতেখার চাঁদাবাজির মামলা থেকে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে বেকসুর খালাস প্রদান করেন।
মামলা থেকে খালাস পেয়ে সাংবাদিক আব্দুল ওয়াহিদ জানান, মামলার এজাহারে বর্ণনা করা ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো মিল ছিল না। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা সাজানো মামলায় দীর্ঘ প্রায় তিন বছর হয়রানি করা হয়েছে। মামলাটি দীর্ঘদিন চলার পর এটি একটি সাজানো ও ষড়যন্ত্রমূলক বলে আদালতে প্রমাণিত হয়েছে। দীর্ঘ দিন হয়রানির কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আদালতের কাছে ন্যায় বিচার পেয়েছি। এতে আমি আদালতের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি।
আসামী পক্ষের অ্যাডভোকেট আবুল মাজহার চৌধুরী জানান, দীর্ঘদিন পর মামলার রায় হয়েছে। মামলায় সাংবাদিক আব্দুল ওয়াহিদকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হয়েছিল। আদালত দীর্ঘ শুনানি শেষে সাংবাদিক আব্দুল ওয়াহিদকে বেকসুর খালাস দিয়েছেন। সত্যের জয় হয়েছে।