মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অসহায় হিন্দু পরিবারের মধ্যে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে শুকনো খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব সবার মধ্যে সমপ্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরো সুসংহত করারা লক্ষ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসক দুর্গাপূজায় অসহায় সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে সোমবার (১৮ সেপ্টেম্বর) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ সভাপতিত্বে শুকনো খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহসিন উদ্দিন, পূজা উদযাপন কমিটির জগন্নাথপুর উপজেলা সদস্য সচিব বিভাষ দে, জগন্নাথপুর পৌর সদস্য সচিব দ্বীপক কুমার দেব এছাড়াও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ অসহায়, অস্বচ্ছল পরিবারের উপকারভোগী সদস্য ও বিভিন্ন ইলেকট্রনিকস, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।