1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু রাণীশংকৈলে কাতিহার হাটে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম দিনে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি।

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্ট:-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তর্বর্তী সরকার ৩৭টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ১২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। যার প্রথম দিনে আটটি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ইলিশের প্রথম চালান বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।

এদিকে সরকার নির্ধারিত প্রতি কেজি ইলিশ ভারতে রপ্তানি মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার।যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ইলিশ রপ্তানি মূল্য দাঁড়ায় ১৫৬৩ টাকা।

এছাড়া ভারতে ইলিশ রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র দাখিল করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেড বেনাপোল, বাংলাদেশ থেকে ভরতে ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স সততা ফিশ বেনাপোল।

ভারতের এসব ইলিশ আমদানি করছে কলকাতার জয় শন্তসী মা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান।

ইলিশ রপ্তানিতে সহায়তাকারী সিঅ্যান্ডএফ এজেন্ট রাহাত ট্রেড লিমিটেডের স্বত্বাধিকারীরা জিয়াউর রহমান জিয়া জানান, আজ (১৬ সেপ্টেম্বর) বিকেলে মৎস্য অধিদপ্তর থেকে ভারতে ইলিশ রপ্তানিতে ৩৭ প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে।

প্রথম দিনে রাত ১টার দিকে আটটি ট্রাকে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ইলিশ রপ্তানি করা হবে।

ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের স্বত্বাধিকারী সাহাদুর রহমান খোকন জানান, সরকার তার প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির জন্য অনুমোদন দিয়েছে। প্রথম দিনে ৩০৬০ কেজি (৩ মেট্রিক টন) ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। সরকার আগামী ৫ অক্টোবর পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে। এ নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে বলে তিনি জানান।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান,  (১৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত ২০ দিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানির সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব