তাকিনুল ইসলাম, প্রতিনিধি লক্ষীপুর জেলা:-
লক্ষীপুরের রায়পুর উপজেলার গাজিনগর গ্রামে প্রতিদিনের জীবনের ঝুঁকিপূর্ণ সাঁকোই একমাত্র ভরসা। ১৩টি গ্রামের প্রায় ২৫ হাজার ভোটারসহ অর্ধলক্ষাধিক মানুষ নদী পারাপারের জন্য ব্যবহার করছেন এক ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু। দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ স্থানীয়রা ভোগান্তির মধ্যে রয়েছেন।
নদীর দু’পাশের সড়ক পাকা হলেও ওই স্থানে একটি স্থায়ী সেতু এখনও নির্মিত হয়নি। বিভিন্ন সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ৭০ ফুট দীর্ঘ এই সাঁকো যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশংকায় রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের শায়েস্তানগর ইসলামি মিশন দাখিল মাদ্রাসা, শায়েস্তানগর বানাতুল মুসলেমিন মহিলা মাদ্রাসা, গাজীনগর চরপাতা দারুসন্নত দাখিল মাদ্রাসা, চরপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাহবুবা স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন এই সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
এছাড়াও ১০নং রায়পুর ইউনিয়নের পূর্বলাছ, দেবিপুর, চরপলোয়ান, গাজীনগর, চরপাতা, ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম ও দক্ষিণ আলোনিয়া, বিরামপুর, সন্তোশপুর, সাহেবগঞ্জসহ ১৩টি গ্রামের মানুষ এবং দূরদূরান্ত থেকে আসা ছোট বড় যানবাহনও এই সাঁকো দিয়ে চলাচল করছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
গ্রামবাসীর মন্তব্য:
“সারাদেশে এত ব্রিজ ও কালভার্ট হচ্ছে, অথচ আমাদের গ্রাম কেন এত অবহেলিত? নির্বাচনের আগে অনেক কথা বলা হয়, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি।”
গ্রামবাসীরা জরুরি পদক্ষেপ হিসেবে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ পারাপার আর কোনো জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।