আরাফাত রহমান শাহ – আওয়াজ সিলেট
বাংলাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই। কিডনি জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি। নিয়মিত ডায়ালাইসিস চলছিল, শেষ পর্যন্ত মাল্টি-অর্গান ফেইলিয়রের কারণে তিনি মৃত্যুবরণ করেন।
ফরিদা পারভীনকে বলা হয় ‘লালনসংগীতের সম্রাজ্ঞী’। তাঁর কণ্ঠে লালনগীতি এক অনন্য রূপ পেয়েছিল। দেশ-বিদেশে লালনের দর্শন ও গানকে ছড়িয়ে দিতে তিনি ছিলেন অদ্বিতীয়।
তাঁর জনপ্রিয় কিছু গানের পঙ্ক্তি আজ ভক্তদের হৃদয়ে বেদনার সুর তোলে—
সংগীতপ্রেমীরা বলছেন, তাঁর কণ্ঠ ও গানের দর্শন প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয়কে আন্দোলিত করবে।