মোঃ মুকিম উদ্দিন, আওয়াজ সিলেট, জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী নুসরাত সিদ্দিকা তাহা একই শ্রেণীর যমজ আরেক বোন উম্মে সাইয়েদা তোয়া। নুসরাত সিদ্দিকা তাহা ও উম্মে সাইদা তোয়া সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২০২৪-২০২৫ অর্থ বছরে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে জগন্নাথপুরের দুই যমজ বোন কৃতিত্ব অর্জন করেছে। তাদের মধ্যে একজন জেলায় সর্বোচ্চ নম্বর ৮৫ পেয়ে প্রথমস্থান অর্জন করে। দ্বিতীয় বোন ৭৮ নম্বর পেয়ে জেলার ফলাফলে চতুর্থ স্থান অর্জন করে।
তাদের বাবা মোঃ সালেনুর ইসলাম সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর সিনিয়র সহকারী শিক্ষক ও তাদের মা ফারহানা ইয়াসমি একজন গৃহিন। এ দুই শিক্ষার্থী ২০২৪ সালে বাংলাদেশ স্কাউটস এর কাব-স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড ” শাপলা কাব অ্যাওয়ার্ড” এ জাতীয় পর্যায়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়।
জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মত সেলিনা বেগম বলেন, শিশু শ্রেণী থেকে দুই বোন আমাদের বিদ্যালয়ে পড়ালেখা করছে। তাদের লেখাপড়ায় আগ্রহ ও মেধা দেখে তাদের ভালো আশাবাদী ছিলাম। জেলার মেধাবৃত্তি পরীক্ষায় একজন প্রথম হয়েছে। আরেকজন চতুর্থ হয়েছে। জেলায় বিদ্যালয়টি এ ফলাফলে প্রথম ও চতুর্থ স্থান অর্জন করায় আমরা আনন্দিত।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, জেলা পরিষদ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে জেলার ১২ উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলা প্রথম হয়েছে। বিশেষ করে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যমজ দুই বোনের কৃতিত্বে আমরা খুশি। জগন্নাথপুর উপজেলায় ছয়জন শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। তাদের এ সাফল্যের জন্য স্কুলশিক্ষক, গৃহশিক্ষকসহ সবার প্রতি কৃতজ্ঞ, তারা সবার কাছে দোয়া চেয়েছে।