1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জাতীয় পরিচয়পত্র হারানো বিজ্ঞপ্তি: জাপানের রাজপরিবারে সংকট: প্রাপ্তবয়স্ক হলেন রাজপুত্র হিসাহিতো, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা শেরপুর আজাদ বখত স্কুল এন্ড কলেজের ১৯৯৬ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ। বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক। কিংবদন্তি অভিনেতা সালমান শাহ এর মৃত্যুবার্ষিকী আজ আওয়াজ সিলেট জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিলেটে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার ঠাকুরগাঁও ওসি-এসআইয়ের ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ।

নোরা ফাতেহির প্রতি আসক্তি: জিমে না গেলে স্ত্রীকে উপোস রাখতেন স্বামী, গর্ভপাতের অভিযোগ

উৎসবের আলো
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল ইসলাম, আওয়াজ সিলেট, প্রতিনিধি:-

উত্তর প্রদেশের এক নারীর অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বলিউড তারকা নোরা ফাতেহি’র সৌন্দর্য মুগ্ধতার চেয়েও বেশি কিছু সৃষ্টি করে উত্তর প্রদেশের মুরাদনগরে এক মহিলার জীবনে রীতিমতো দুঃস্বপ্নে রূপ নিয়েছে।

২৬ বছর বয়সী ওই নারী অভিযোগ করেছেন, তাঁর স্বামী (২৮), যিনি মেরঠের এক শারীরিক শিক্ষার শিক্ষক, তিনি নোরা ফাতেহির প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন যে, স্ত্রীকে প্রতিদিন ৩ ঘণ্টা জিমে যেতে বাধ্য করতেন যেন তিনি দেখতে নোরার মতো হন।

নারীটির দাবি, যদি তিনি জিমে যেতে অস্বীকার করতেন, তবে স্বামী তাঁর খাবারের পরিমাণ কমিয়ে দিতেন, যাতে তিনি মোটা না হয়ে যান।

চলতি বছরের মার্চ মাসে তাঁদের বিয়ে হয়। ঐ নারী জানান, তাঁর স্বামী প্রায়ই তাঁর চেহারা নিয়ে কটাক্ষ করতেন এবং বলতেন, নোরা ফাতেহির মতো কাউকে বিয়ে না করে তিনি জীবনটা নষ্ট করে ফেলেছেন।

নারীটির পরিবার প্রায় ৭৫ লাখ টাকার মতো খরচ করে বিয়ে দেয়, যার মধ্যে ছিল একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি, গয়না, ও নগদ টাকা। তবুও, তিনি অভিযোগ করেছেন, পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নির্যাতন করত।

ভয়াবহ মোড়: গর্ভপাতের অভিযোগ

অভিযোগে আরও গুরুতর বিষয় উঠে এসেছে। তিনি জানান, দুই মাস আগে তিনি গর্ভবতী হন। কিন্তু স্বামী তাঁকে একটি ওষুধ দেন, পরে তিনি জানতে পারেন এটি একটি গর্ভপাতের ওষুধ ছিল। এরপর তিনি গর্ভপাতের শিকার হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

জুলাই মাসের শেষ দিকে, তিনি অভিযোগ করেন যে, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে বাড়িতেই ঢুকতে দেয়নি।

পুলিশের পদক্ষেপ

উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে স্বামী ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে পণপ্রথা সংক্রান্ত নির্যাতন, অপমান ও জোরপূর্বক গর্ভপাত এর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক বিবৃতিতে, ডেপুটি কমিশনার অফ পুলিশ ধবল জয়সওয়াল বলেন, “তদন্ত চলছে, এবং আমরা প্রতিটি অভিযোগ যাচাই করে দেখছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব