ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁওয়ে অটোরিকশা সহ নি*খোঁ*জ হওয়ার ৫ দিন পরে রাকিব ইসলাম (১৩) নামে এক কিশোরের অ*র্ধগ*লিত ম*র*দে*হ উদ্ধার করেছে পুলিশ৷
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার এক বাঁশঝাড় থেকে তার ম*র*দে*হ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কিশোর সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের সন্তান৷
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান৷ তিনি বলেন, নি*খোঁ*জ হওয়ার ঘটনায় অটোরিকশার সরঞ্জামসহ দুইজন আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসা বাদ করা হয়৷ তাদের দেয়া তথ্যে ম*র*দেহ উদ্ধার করা হয়৷ হ*ত্যা*কান্ডের সাথে জড়িত বাকী আ*সামী*দের আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।