ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ-
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩৮ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে, পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গত দুই অর্থ বছরের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ পুরষ্কার বিতরণ করা হয়ছে।
এসময় অনেক অভিভাবক ও শিক্ষক তাদের শিক্ষার্থীদের পক্ষে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেল্লাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার, এছাড়াও আরো উপস্থিত ছিলেন আবাদ তাকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, লক্ষ্মীর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শফিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।