1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
মালয়েশিয়ায় মৃত্যুর সাত দিন পর প্রবাসী সুজিদ বিশ্বাসের লাশ তার নিজ গ্রামে পৌঁছেছে ঝিকরগাছায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবাড়ি আটক। সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়তের পরিচিতি ও মতবিনিময় সভা সম্পন্ন। উৎসাহ মুখী পরিবেশে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন। ঠাকুরগাঁওয়ে যুবদলে বিক্ষোভ মিছিলে দিল্লি গেছে স্বৈরাচার পিন্ডি যাবে রাজাকার । দোয়ারাবাজারে জাহাঙ্গীর গাঁও গ্রামের রাস্তা পাকাকরণের দাবি শার্শার বাগআঁচড়ায় শ্রমিক ইউঃয়ের উদ্যোগে ৩১জন মটর শ্রমিকের পরিবারকে মরণোত্তর ভাতা প্রদান। সেনাবাহিনীর ট‍্যাংকে করে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: ডা. জাহিদ

ঠাকুরগাঁও-১ ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত স্বতন্ত্ররাও।

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলোয়ার, আছেন স্বতন্ত্ররাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দেলোয়ার হোসেন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

আগামী ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। লন্ডনে প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকের পর দেশ এখন নির্বাচনের পথে এগোচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। বিগত সব নির্বাচনের চেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ভিন্নভাবে। এই কাঙ্ক্ষিত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে সবচেয়ে হেভিওয়েট প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘরের আসনে বরাবরই এগিয়ে আছেন তিনি। দলের কৌশলগত অন্য কোনো সিদ্ধান্ত না থাকলে এ আসনে দলীয় মনোনয়ন যে তিনিই পাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই। তবে এ আসনে তাকে লড়তে হবে জামায়াতের দেলোয়ার হোসেনের সঙ্গে। সেই সঙ্গে মির্জা ফখরুলের বিরুদ্ধে ভোটযুদ্ধে লড়তে চান স্বতন্ত্র প্রার্থীরাও। তারা মনে করছেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সংস্কার হলে হেভিওয়েটদের সঙ্গে লড়তে তাদের মনোবল আরও চাঙ্গা হবে।

ঠাকুরগাঁওয়ে মোট তিনটি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও-১ সদর আসনে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্য কোনো দল তাদের প্রার্থী ঘোষণা করেনি। পরিবেশ বুঝে মাঠে নামার আগ্রহ স্বতন্ত্র প্রার্থীদেরও।
আওয়ামী লীগের শাসন আমলে ব্যাপক নির্যাতিত নেতা দেলোয়ার হোসেন এবার এ আসন থেকে সংসদ নির্বাচন করবেন। এরই মধ্যে নির্বাচনের মাঠে সরব তিনি। এবার ঈদুল আজহাকে কেন্দ্র করেও ব্যাপক জনসংযোগ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য দেলোয়ার। জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সদর আসনের প্রতিটি জায়গা চষে বেড়াচ্ছেন শিবিরের সাবেক এ কেন্দ্রীয় সভাপতি। মির্জা ফখরুলের বিরুদ্ধেও জয়ের প্রত্যাশা করছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বর্তমান সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে সরব পাওয়া যায়।

এখানে সংখ্যালঘু ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার। তরুণ ভোটার ১ লাখ ৯২ হাজার ৫৬৭। এই আসনে জিততে হলে তরুণ ও সংখ্যালঘু ভোটারদের কাছে টানতে হব

নির্বাচন এগিয়ে আনার বার্তা দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ: ফখরুল
ঐকমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ: আমীর খসরু
এ আসনে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশজুড়ে আপাদমস্তক রাজনীতিবিদ হিসেবে খ্যাত তিনি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকারের জন্য ফ্যাসিস্ট শাসন আমলে নির্যাতন ও জেল-জুলুমের শিকার হয়েছেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে হেভিওয়েট প্রার্থী তিনি। জেলার দলীয় নেতাকর্মীরা এরইমধ্যে এই নেতাকে নির্বাচিত করতে মাঠে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছেন এবং নির্বাচনের জন্য ব্যাপক প্রচারণাও চালাচ্ছেন।

ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলোয়ার, আছেন স্বতন্ত্ররাও

এই সদর আসনে জাতীয় নাগরিক পার্টিসহ অন্য রাজনৈতিক দলগুলো এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে আগ্রহী একাধিক প্রার্থী। হেভিওয়েটদের সঙ্গে ভোটে লড়তে চান তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসন আমলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করেছি। আপনারা জানেন আমাদের ঠাকুরগাঁও কতটা সম্ভাবনাময় একটি জেলা। এখানকার শান্তিপ্রিয় মানুষকে বিগত দিনে কতটা পিছিয়ে রাখা হয়েছে। এটি এখনো অনুন্নত একটি জেলা, পিছিয়ে পড়া জেলা। আমাদের এ জেলাকে এগিয়ে নিতে হবে। এজন্য গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আমরা বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা চাই। যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তৃপ্তি পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব