1. info@www.awazsylhet.com : - :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
“আনার আহমেদ: বরমচালের ফুটবলের অমর কিংবদন্তি, যিনি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা” রৌমারীতে ভয়ংকর মামলাবাজ প্রভাষক আবুল হাশেমের আতঙ্কে এলাকবাসী ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে ৪জন বাংলাদেশি নাগরিক আটক। ঠাকুরগাঁওয়ে একজনের কদমগাছে আত্মহত্যা। ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের এমপি ফের কারাগারে প্রেরণ শার্শার বাগআঁচড়া থেকে ১০ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক। হরিপুরে লক্ষাধিক মানুষের ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট এক মাদ্রাসা শিক্ষকে মৃত্যু। শার্শা সিমান্তে ১টি দেশী পিস্তল ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিন্ন আয়োজনে ১মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রয়েল এনফিল্ড কাঁপাচ্ছে দেশ, ২৯ বছর আগেই ব্যবহার করেছিলেন সিলেটের সালমান শাহ্

উৎসবের আলো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

বর্তমানে বাংলাদেশে বহুল জনপ্রিয় রয়েল এনফিল্ড বাইক, যা আমরা ২০২৫ সালে পেয়েছি। অথচ বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ ‘৯০ দশকেই বাংলাদেশের রোড কাঁপিয়ে গেছেন রয়েল এনফিল্ড দিয়ে।

খোঁজ নিয়ে দেখা যায়, ছবিটি মূলত ‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমা থেকে নেওয়া হয়েছে। সিনেমার ‘চাওয়া থেকে পাওয়া’ গানটি শুরু হয় এই বাইকে চড়ে কালো পোশাক পরা সালমান শাহকে দেখিয়ে। ১৯৯৬ সালে এমএম সরকার পরিচালিত এ সিনেমাটি মুক্তি পায়। এতে সালমানের নায়িকা ছিলেন শাবনূর।

রয়েল এনফিল্ডে চড়া ছবিটির পোস্টে সালমানভক্তরা মন্তব্যের বন্যা বইয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— এ জন্যই সালমান শাহকে উত্তরাধুনিক নায়ক বলা হয়। তিনি ছিলেন সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে। আরেক নেটিজেন লিখেছেন— আমাদের সালমান শাহ ছিলেন আন্তর্জাতিক মানের একজন স্টাইলিশ নায়ক। তার রুচি ও ফ্যাশন আজও প্রাসঙ্গিক।

জেকে খোকন নামে একজন প্রশ্ন তুলেছেন— এত বছর আগে বাংলাদেশে রয়েল এনফিল্ড এলো কোত্থেকে? অনুমতি ছিল কি? তাকে উত্তর দিয়েছেন বেশ কয়েকজন। এক নেটিজেন লিখেছেন—আগে রাস্তায় বাইকের সিসি লিমিট ছিল না। ২০০০ সালের পর থেকে সিসি লিমিট চালু হয়। তার আগে হোন্ডা কোম্পানি ২০০ সিসির বাইকও বাংলাদেশে বিক্রি করেছে।

রাশেদ নিজাম বিপলু নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন—কেউ কি এই বাইকের অরিজিনাল মালিকের কথা জানেন? এই বাইকের মালিক হচ্ছে— মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বসবাসকারী বাংলা সিনেমার ভিলেন ফকিরার। এখনো তার কাছে এই বাইকটি আছে।

মোহাম্মাদ ইমরান হাসান জানতে চেয়েছেন, বাইকটি এখন কোথায় আছে? জাফিরুল ইসলাম নামে একজন উত্তর দিয়েছেন, ‘বাইকটি এখনো এফডিসিতেই আছে।’ তবে এফডিসিতে এমন কোনো বাইকের খোঁজ পাওয়া যায়নি।

এভাবেই প্রিয় নায়ককে ২৯ বছর আগে বর্তমানের ট্রেন্ডি স্টাইলিশ বাইক রয়েল এনফিল্ড চালাতে দেখে সালমানভক্তরা বন্দনায় মেতেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে নস্টালজিক হয়ে সালমান শাহর ব্যবহার করা বিভিন্ন গাড়ি ও বাইকের ছবি শেয়ার করেছেন ফেসবুকের সেই পোস্টে।

মোটরবাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে এখন ভীষণ জনপ্রিয় । দেখতে আকর্ষণীয় এ ব্র্যান্ডের বাইক তরুণদের দারুণ আগ্রহে রয়েছে। এটি হয়ে উঠেছে তাদের ফ্যাশন ও প্যাশনের অনুষঙ্গও। সম্প্রতি বাজারে আসার পর বাইকটি নিয়ে রীতিমতো হইচই হয়েছে বাংলাদেশে।

মজার একটি তথ্য সামনে এসেছে ‘রয়েল এনফিল্ড ফ্যান ক্লাব-বাংলাদেশ’ নামের একটি পেজ। সেখানে অমর নায়ক সালমান শাহের একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে— আজ থেকেই ২৯ বছর আগে এই ব্র্যান্ডের বাইক ব্যবহার করে গেছেন সবার প্রিয় নায়ক। ছবিতে সালমানকে দেখা গেছে সাদা রঙের একটি বাইকে। ছবির পোস্টটি ভাইরাল হয়েছে। প্রায় ৩৬ হাজার রিয়েক্ট পড়েছে ছবিটিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব