রাশেদ নিজাম বিপলু নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন—কেউ কি এই বাইকের অরিজিনাল মালিকের কথা জানেন? এই বাইকের মালিক হচ্ছে— মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বসবাসকারী বাংলা সিনেমার ভিলেন ফকিরার। এখনো তার কাছে এই বাইকটি আছে।
মোহাম্মাদ ইমরান হাসান জানতে চেয়েছেন, বাইকটি এখন কোথায় আছে? জাফিরুল ইসলাম নামে একজন উত্তর দিয়েছেন, ‘বাইকটি এখনো এফডিসিতেই আছে।’ তবে এফডিসিতে এমন কোনো বাইকের খোঁজ পাওয়া যায়নি।
এভাবেই প্রিয় নায়ককে ২৯ বছর আগে বর্তমানের ট্রেন্ডি স্টাইলিশ বাইক রয়েল এনফিল্ড চালাতে দেখে সালমানভক্তরা বন্দনায় মেতেছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। অনেকে নস্টালজিক হয়ে সালমান শাহর ব্যবহার করা বিভিন্ন গাড়ি ও বাইকের ছবি শেয়ার করেছেন ফেসবুকের সেই পোস্টে।
মোটরবাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে এখন ভীষণ জনপ্রিয় । দেখতে আকর্ষণীয় এ ব্র্যান্ডের বাইক তরুণদের দারুণ আগ্রহে রয়েছে। এটি হয়ে উঠেছে তাদের ফ্যাশন ও প্যাশনের অনুষঙ্গও। সম্প্রতি বাজারে আসার পর বাইকটি নিয়ে রীতিমতো হইচই হয়েছে বাংলাদেশে।
মজার একটি তথ্য সামনে এসেছে ‘রয়েল এনফিল্ড ফ্যান ক্লাব-বাংলাদেশ’ নামের একটি পেজ। সেখানে অমর নায়ক সালমান শাহের একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে— আজ থেকেই ২৯ বছর আগে এই ব্র্যান্ডের বাইক ব্যবহার করে গেছেন সবার প্রিয় নায়ক। ছবিতে সালমানকে দেখা গেছে সাদা রঙের একটি বাইকে। ছবির পোস্টটি ভাইরাল হয়েছে। প্রায় ৩৬ হাজার রিয়েক্ট পড়েছে ছবিটিতে।