
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ-
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল করছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৌর শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জেলা বিএনপি নেতা এম এ মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন, আব্দুস সোবহান, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক আবুল হুসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মতিন, আছকির মিয়া, দিলু মিয়া, তকবুর মিয়া, ফারুক মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জগন্নাথপুর গ্রামের পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাজ্জাদুর রহমান দোয়া ও মিলাদ পরিচালনা করেন।