
মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মো. আল আমিন সহ একদল পুলিশ কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত সাদিপুর বাজারের ছায়েদ ভ্যারাইটিজ স্টোর হইতে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযান পরিচালনা করিয়া সাদীপুর (আনাপুর) গ্রামের আলী মিয়া ওরফে আব্দুল আলীর ছেলে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্য মো. কামিল আহমদ ওরফে কামিল হোসেন (২০)কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু আওতায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।