
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধিঃ-
পরম পুরুষ শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর এর শত তম বার্ষিকী মহোৎসব উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন দেশ ও জাতির কল্যাণ কামনায় তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন বুধবার সূর্য উদয়ের সাথে সাথে মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হয়।
মহোৎসবটি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইউনিয়নের কাদিপুর গ্রামেব সনাতন ধর্মাবলম্বী ও আশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর মন্দিরে অনুষ্টিত হয়। এতে উপজেলার হাজারো হিন্দুভক্ত যোগ দেন।
হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করে বিশ্বনাথ মদন পুরের শ্রীল শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী, সলেট বিয়ানী বাজার হরে কৃষ্ণ সংঘের শ্রীযুক্ত দেবাশীষ দাশ, দোয়ারা বাজার শ্রীকৃষ্ণ সংঘের শ্রীযুক্ত দীপু দাশ, কাদিপুর শ্রী শ্রী নিমাই চাঁদ সম্প্রদায় শ্রীযুক্ত পংকজ কান্তি দাশ।
বিশ্বনাথ, বিয়ানী বাজার, দোয়ারা বাজার, জগন্নাথপুরসহ দেশের খ্যাতনামা ৪টি কীর্তনীয়া দল এতে অংশ গ্রহন করেন।
উৎসব উপলক্ষে জগন্নাথপুর প্রশাসনের পক্ষ থেকে নিমাই চাঁদ জিউর মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া, সুনামগঞ্জ -৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা কয়ছর এম আহমেদসহ প্রশাসনের কর্মকর্তারা কীর্তনে এসে শুভেচ্ছা বিনিময় করেন।