
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে নেমে এক মহিলা নিখোঁজ হয়েছে। প্রায় দুই ঘন্টাব্যাপী স্থানীয় লোকজন খোঁজা খুজির পর সন্ধান না পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিলে ডুবুরি টিম নিয়ে উদ্ধার অভিযান চালানো হবে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ২টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া মেয়ে মোছা. হাসিনা বেগম ওরফে বুলু আক্তার (২৫) বসত বাড়ীর পাশে গোসলে নেমে নিখোঁজ হয়েছে। হাসিনা বেগমের ছোট দুটি মেয়ে রয়েছে। প্রত্যেক দিন এই মহিলা নদীর ঘাটে গোসল করতো।
স্থানীয়রা জানান, হাসিনা বেগম ওরফে বুলু আক্তার মানসিক রোগী তার মৃগী রোগে আক্তান্ত রয়েছে। সে প্রায় সময় রানীগঞ্জ বাজারে বা আশে পাশের বাড়ীতে গিয়ে পাগলামী করতো তার বাবা প্রায় সময় ধরে নিয়ে এসে বাড়ীতে বেধে রাখতেন। মৃগী রোগে আক্তান্ত হওয়ারর তার খিঁচুনি দেখা দিত।
এ ব্যাপারে তার বাবা আব্দুল হান্নান ওরফে কাছা মিয়া বলেন, আমার মেয়ে মানসিক রোগে আক্রান্ত রয়েছে। মাঝে মধ্যে মৃগী রোগ দেখা দিত। আজ দুপুর ২টার পর আমাদের বাড়ীর পাশের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমরা প্রায় দুই ঘন্টা খোজাখুজি করেছি। কোন সন্ধান পাই নাই।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার তদন্ত ওসি মো. হাফিজুর রহমান বলেন, রানীনগর গ্রামের পাশে কুশিয়ারা নদীতে গোসলে নেমে মহিলা নিখোঁজ হয়েছে। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দিয়েছি। তারা ডুবুরি টিম নিয়ে আসলে পরবর্তী আপডেট জানা যাবে।