
ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে অদম্য নারী সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা এবং ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষেত্রের সফল ও সংগ্রামী নারীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হোসনে আরা তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী উন্নয়ন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ডিজিটাল যুগে নারীর সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি বলেও উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের পথিকৃৎ। তার আদর্শকে ধারণ করে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে এবং শিক্ষিত–সচেতন সমাজ গড়ে তুলতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ছুরাব আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমির রেজওয়াদুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল,আনোয়ার হোসেন আনা, সাংবাদিক সাইফুর এম রেফুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন নারীকে ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান করা হয়।