
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে জগন্নাথপুর পৌরসভার শান্তিনগর বাজারের (হাসপাতাল পয়েন্ট) ছিক্কা মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথপুর ফায়ার সার্ভিসকে দোষারোপ করে ঘটনাস্থলে তাৎক্ষণিক মানববন্ধন কর্মসূচিতে ফায়ার সার্ভিস অফিস ঘেরাও কর্মসূচির সিদ্ধান্ত নেন স্থানীয় ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, ‘আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে প্রায় কোটি টাকার মালামাল ছিল সব শেষ। ব্যবসায়ীরা আরো জানান, ‘আগুন কিভাবে লাগল তা কেউই বলতে পারেনি। হঠাৎ আগুন লাগার খবর পেয়ে এসে দেখি ভয়াবহ পরিস্থিতি।
শান্তিনগর বাজার তদারক কমিটির সেক্রেটারি বিলাল আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সময়মতো ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে এ ক্ষতি হতো না। কিন্তু জগন্নাথপুরের ফায়ার সার্ভিস সেতুর দোহাই দিয়ে তারা আসেনি আর বিশ্বনাথের ফায়ার সার্ভিস আসার আগেই সব পুড়ে গেছে।এজন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে ফায়ার সার্ভিস অফিস ঘেরাওয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহম্মদ মুর্শেদ বলেন, ‘হেলিপ্যাড এলাকার বেইলি সেতুটি ছোট হওয়ায় আমাদের গাড়িটি নিয়ে ওই পাড়ে যাওয়া যায় না। তবে আমরা বিশ্বনাথের সঙ্গে যোগাযোগ করে তাদের আসতে বলি এবং তারা আসাতে আমরা আর যাইনি।