
মোঃ মুকিম উদ্দিন আওয়াজ সিলেট প্রতিনিধি:-
তিন বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় কেন্দ্রীয় বিএনপির সদস্য সুনামগঞ্জ – ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ এর নির্দেশনায় জগন্নাথপুর ছাত্রদলের সাবেক সভাপতি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের সাবেক দুইবারের জগন্নাথপুর পৌর নির্বাচনের মেয়র প্রার্থী, জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত ইউকে যুগ্ম আহবায়ক রাজু আহমদ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ১ লা ডিসেম্বর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর হাজি বাড়ি রাজু আহমদ এর বাসভবনে যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক সম্পাদক কয়ছর আহমেদ এর নির্দেশনায় জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ এর আয়োজনে তাঁহার নিজ বাড়ীতে ১লা ডিসেম্বর রোজ সোমবার বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ আবু আইয়ুব আনসারী।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, সদস্য এম সাদিকুর রহমান নান্নু, জগন্নাথপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এম এ মতিন, শামসুল ইসলাম, ফারুক আহমেদ, সদস্য আছকির আলী, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম, ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, সদস্য সচিব শামীম আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমদ, সিনিয়র সহ-সভাপতি রোকন মিয়া, সহ-সভাপতি কামরুল হাসান লিটন, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মামুন আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশীদ, সদস্য সচিব নাসিম হোসাইন রুয়েল, সদস্য ফারুক আহমেদ জিতু, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমীন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমেদ সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।