
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাচারের জন্য অবৈধভাবে মজুদ করায় টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর ৫০ ও ৩০ কেজীর ৯শ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। এসময় সোহেল মিয়া (৩৮) নামে খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারকে আটক করে জেল জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, মহসিন উদ্দিন অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ বাজারে রানীগঞ্জ ইউনিয়ন আ,লীগের সভাপতি সুন্দর আলীর ছেলে আ,লীগ নেতা শাহনূর আলীর মালিকানাধীন মের্সাস এস এ ট্রেডার্সে অবৈধভাবে মজুদ করে রাখা ৯শ বস্তা টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর সরকারি চাল উদ্ধার করা হয়। অভিযানে রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের খাদ্যবান্ধব কর্মসূচীর নতুন ডিলার আসকর আলীর ছেলে সোহেল মিয়া কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের জেল ও দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।
জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী কমিশনার ( ভূমি) মো, মহসিন উদ্দিন বলেন, সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচীর লাইসেন্স দেওয়া হয়েছিল, তিনি রৌয়াইল বাজারে চাল না রেখে রানীগঞ্জ বাজারে অনুমোদন ছাড়া অবৈধভাবে চাল মজুদ করেন এবং তিনি এই অপরাধ স্বীকার করেন। উদ্ধারকৃত টিসিবি এবং খাদ্যবান্ধবের চাল গুলো জব্দ করা হয়েছে। খাদ্যদ্রব্য সুরক্ষা আইন ২০২৩ এর ৮ ধারা অনুযায়ী এক বছরের জেল দেওয়া হয়েছে এবং দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা অনাদায়ে আরও ২ মাসের জেল দেওয়া হয়েছে।