1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বালিয়াডাঙ্গীতে পৃথক সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুইজন নিহত, আহত আরও দুইজন জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বেনাপোলে চেকপোষ্ট ইমিগ্রেশনে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় মহিলা নাগরিক আটক। যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পালিত শহিদ বুদ্ধিজীবী দিবস সাতশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মধা ট্রাস্ট মেধাবৃত্তি ২০২৫ পরীক্ষা সফলভাবে সম্পন্ন ভাড়া নিয়ে বের হয়ে আর ফেরা হয়নি, কেশবখালী নদীর পাড়ে মিলল সিএনজি চালকের লাশ জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট ফেইস টু অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেফতার রাজশাহীতে পুরোহিতকে মারধর জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি অনুষ্ঠিত

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

জগন্নাথপুরে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন, অনিয়মের অভিযোগ

আওয়াজ সিলেট, জগন্নাথপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নতুন ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেও আবেদনকারীদের রয়েছে নানা অনিয়মের অভিযোগ। অভিযোগ রয়েছে, অবৈধ সুবিধার মাধ্যমে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বাদ দিয়ে কয়েকজন তদন্তকারী কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার পছন্দের ব্যক্তিদের ডিলারশিপ দেওয়া হয়েছে।
১৬ অক্টোবর উপজেলা খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে নিয়োগ প্রক্রিয়ার শুরু থেকেই খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাহাব উদ্দিন এর কর্মকান্ড নিয়ে প্রশ্ন উঠতে থাকে তিনি আবেদনকারীর তালিকা প্রকাশে বিলম্ব ও গোপনীয়তা রক্ষাসহ লেনদেনের সাথে জড়িত থাকার গুঞ্জন রয়েছে।
অনেক অভিযোগকারী জানিয়েছেন, “আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি, কিন্তু বিনা কারণেই আমাদের বাদ দেওয়া হয়েছে। এখানে সুস্পষ্টভাবে পক্ষপাতিত্ব করা হয়েছে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, খাদ্যবান্ধব ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর মোট ৬৯ জন ব্যবসায়ী ডিলার প্রাপ্তির জন্য আবেদন করেন। এর মধ্যে বিভিন্ন কারনে ৩৫ জনের আবেদন বাতিল বলে গন্য করেন ডিলার নিয়োগ কমিটি। ৩১ টি আবেদনের বিপরীতে লটারীর মাধ্যমে ১১জন ডিলার নিয়োগ করা হয়। কেউনবাড়ী বাজার ৩টি আবেদনের মধ্যে ২টি আবেদন তদন্ত কর্মতার তদন্তে বাতিল গন্য হওয়ায় কাওছার আহমদ রুবেল ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন। কলকলিয়া ইউনিয়নের খাশিলা ৩টি আবেদনের মধ্যে ২টি তদন্তকারী কর্মকর্তার তদন্তে বাতিল হওয়ার পর আবু সুফিয়ান তালুকদার ডিলার নিয়োগ প্রাপ্ত হন। বড়ফেছি বাজারে ৩টি আবেদনের মধ্যে ২টি আবেদন তদন্তে বাতিল হলে মোঃ চান মিয়া ডিলার নিয়োগ পেয়েছেন। রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারে একটি মাত্র আবেদন হওয়ার কারনে মোঃ সুহেল মিয়া ডিলার নিয়োগ পেয়েছেন। ডিলার নিয়োগে অনিয়ম হয়েছে মর্মে পাটলী ইউনিয়নের এনামুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবর এবং পাইলগাঁ ইউনিয়নের সাতা পয়েন্ট এর মোঃ সানুর মিয়া ও মোঃ আনোয়ার হোসেন উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোঃ সাহাব উদ্দিন বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। যারা আবেদন করে ডিলার নিয়োগের উপযুক্ত হয়নাই তারা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন।
উপজেলা খাদ্যবাদ্ধব ডিলার নিয়োগ কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন, অভিযোগের তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব