1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার রাকিব আলী মেকানিক এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে এক বছর পর বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জেলেসহ শত শত উৎসুক জনতা । বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,আহত ১০

উৎসবের আলো
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া,আহত ১০

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::

সিলেটের বিশ্বনাথ পৌর শহরে গত রাত প্রায় ১ঘন্টা দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠে।(৯ অক্টোবর) বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের থানার সামনে এ ঘটনা ঘটে। সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী খালেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির সমর্থকদের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে পাল্টা-পাল্টি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উভয় পক্ষের অনন্ত ১০ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। আহত কয়েক স্থানীয় ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।দুই পক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়ার,শহরে থমথমে অবস্তা বিরাজ করছিল। ঘটনায় পৌর শহরের সব ধরনের ব্যবসা বাণিজ্য, দোকানপাট ও যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশের পক্ষ থেকে দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা চলে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে সেনাবাহিনীর টহল দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপি-সহযোগি সংগঠনের ব্যানারে হুমায়ুন কবিরের সমর্থীত নেতারা বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্র কাটামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তা মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন হুমায়ুন কবির। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হুমায়ুন কবিরের গাড়ি বহর পৌর শহরের বাসিয়া সেতুর ওপর আসা মাত্রই তাহসিনা রুশদীর লুনা সমর্থনকারী নেতারা ইলিয়াস-লুনা স্লোগান দিতে থাকে। এরপরে দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার এলাকায় হুমায়ুন কবিবের বিশাল গাড়ি বহর সেখানে যাওয়া মাত্রই লুনা পক্ষের নেতারা সেখানেও স্লোগান দিতে থাকে। এতে হাবড়া বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। এরপর মাগরিবের আযানের পর হুমায়ুন কবির তাঁর পূর্ণ নির্ধারিত মতবিনিময় সভাস্থল উপস্থিত হলে তাঁর অনুসারী নেতারা করতালির মাধ্যমে তাকে বরণ করেন। মতবিনিময় সভা শেষে পুলিশ প্রটোকলে সভাস্থল ত্যাগ করেন হুমায়ুন কবির। সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুন কবিরের গাড়ি বহর ফের বিশ্বনাথ পৌর শহরের দিকে আসে। তাকে বহন করা গাড়ি পৌর শহর এলাকার কিছু অদূরে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে দুই বলয়ের নেতাকর্মীর মধ্যে পৌর শহরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া চলে প্রায় ১ঘন্টাব্যাপী। পুরো পৌর শহর এসময় থম থম অবস্থা বিরাজ করে। এসময় পথচারী দিকবেদিক ছুটাছুটি করতে দেখা যায় এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
ধাওয়া-পাল্টা ধাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব