মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে (সোমবার ৬ই সেপ্টেম্বর) দুপুর ২:০০ঘঠিকায় বিশ্বনাথ পৌর শহরে বাসিয়া ব্রীজে উপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের অপসারণের দাবিতে উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন করেছে সচেতন নাগরিক মহল।
সমাজসেবক বশির আহমদের সভাপতিত্বে ও তরুণ সংগঠক আবদুল কাদির এবং মনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় । বক্তব্য রাখেন সমাজসেবক আনিছুজ্জামান খান, শিক্ষক হেকিম উদ্দিন, বাবুল কান্তি মেগল, ব্যবসায়ী কাওছার আহমদ তুলাই, আলিম উদ্দিন, সামির আলী, শিহাব উদ্দিন, রাজন খান, সুন্দর আলী।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন অনিয়ম,লোভ ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘসময় ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম, দুর্নীতি, দায়িত্বে অবহেলা ও সাধারণ রোগীদের সঙ্গে দূর্ব্যবহার করে যাচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, রোগীরা কোন ধরনের চিকিৎসাসেবা পাচ্ছে না অথচ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তা যোগদানের পর থেকেই স্বাস্থ্যসেবার অনিয়ম চলছে। হাসপাতালজুড়ে অপরিচ্ছন্ন পরিবেশ এবং সিন্ডিকেটের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমাদের মৌলিক অধিকার বাস্তবায়নে এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।
সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এলাকাবাসী দাবি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার দেলোয়ার হোসেন সুমনকে অপসারণ করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এসময় সমাজসেবক মনির মিয়া, চমক আলী, সোনা উদ্দিন, রইছ মিয়া, রাজু মিয়া,ক্বারী সায়েস্ত খান, গোলজার আহমদ, আছাব আলী,ইয়ামিন আহমদ, সাকিব আহমদ, ছিনু মিয়া, মখন মিয়া, আবুল লেইছ, লোকমান আহমদ, আবদুল হান্নান, জুনাব আলীসহ ছাত্র প্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।