1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজিবপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন মিজানুর রহমান লিমন শংকরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। বেনাপোল চেকপোষ্ট দিয়ে ৮ মাস পর দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহ ঢাকায় গ্রেফতার ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে ধর্মপাশায় ভূ*মি অফিসের গোপন নথিপত্র দিয়ে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আফজাল কম্পিউটার রাকিব আলী মেকানিক এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে এক বছর পর বাঁধের পানি ছেড়ে দেওয়ায় জেলেসহ শত শত উৎসুক জনতা । বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলন।

সিলেট-২ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী গণ-জমায়েত সফল করতে জরুরি সভা

উৎসবের আলো
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

 

ওসমানীনগর প্রতিনিধি::

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস মনোনীত সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলীর নির্বাচনী গণ-জমায়েত সফল করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাত ৮টায় স্থানীয় হাজীপুরে খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা বসে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার ছাত্র কল্যাণ সম্পাদক ও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফিজ রায়হান আহমদ।

আলোচনায় আগামী ৩০ সেপ্টেম্বরের গণ-জমায়েতে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিশেষ দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফিজ আব্দুল্লাহ কাপ্তান। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি ক্বারী নুরুল আমিন ও মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ আতিক আহমদ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা জুবের আহমদ, নির্বাহী সদস্য আব্দুল হক ও মৌলভী আলমাস আহমদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড পরিচালক হাফিজ আব্দুল মতিন, ছাত্র মজলিসের সভাপতি কে.এম ইসলাম, ইউনিয়ন ছাত্র মজলিসের দায়িত্বশীল মুহাম্মদ মুতাহির আলী, তাহমিদ হাসান ও মাহিদ আহমদ প্রমুখ।

অতিথিরা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় দক্ষতা ও সততা অপরিহার্য। সৎ ব্যক্তি দুর্নীতি থেকে দূরে থেকে জনস্বার্থকে অগ্রাধিকার দেন, আর দক্ষ ব্যক্তি দেশের সমস্যাগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে বাস্তবসম্মত সমাধান দিতে পারেন। তাই জাতীয় সংসদে সৎ ও দক্ষ মানুষদের পাঠানো প্রয়োজন, যারা স্বচ্ছতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করবেন। বক্তারা মনে করেন, মুহাম্মদ মুনতাসীর আলী সেই যোগ্যতাই ধারণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব